আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই ওঠে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। আগামী নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই। বিএনপি আগামী নির্বাচনে শুধু অংশই নেবে না, তারা সেই নির্বাচনের ফলাফল মেনে নিতেও বাধ্য হবে।
রোববার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করে না। কিন্তু বিএনপি সব সময় ষড়যন্ত্র করে। তাই তাদের মাথায় ষড়যন্ত্র ঘুরে বেড়ায়।’
‘কিশোরীর পুষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাসেবায় জবাবদিহিতা’ শীর্ষক শিশু সংসদের ১৬তম এই বিশেষ অধিবেশনে দেশের ২৩টি জেলার শিশু সংসদ সদস্য এবং ২৪ জন শিশু প্রতিনিধি অংশ নেয়। এতে যোগ দেন মোহাম্মদ নাসিম।
চাইল্ড পার্লামেন্টে প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিকে প্রসূতি মায়েদের পাশাপাশি শিশু-কিশোরদেরও চিকিৎসাসেবা দেওয়া হবে। এজন্য এসব ক্লিনিকে আগামীতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। প্রতি সপ্তাহে অন্তত একদিন কমিউনিটি হেলথ ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের স্বাস্থ্য সেবা দেবেন। আমরা সে ব্যবস্থা নিশ্চিত করব। তবে এর জন্য সময় লাগবে।’
© কপিরাইট ২০১৬-২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ স্টুডিও ২৪ | Develop By PineApple Technology